বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের গবেষণা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশের গণমাধ্যমের মালিকানার বিষয়ে একটি গবেষণা প্রকল্প শেষ করেছে। 'হু ওনস দ্য মিডিয়া ইন বাংলাদেশ' শীর্ষক এ গবেষণা প্রকল্পের মুখ্য গবেষক ছিলেন অধ্যাপক আলী রীয়াজ ও সাজ্জাদুর রহমান। তাদের তত্ত্বাবধানে একদল গবেষক অক্টোবর ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত তথ্য সংগ্রহ করেছেন। এই গবেষণায় বাংলাদেশের ৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ৪৮টি গণমাধ্যমের (সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং ওয়েব পোর্টাল) তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষণায় বাংলাদেশের গণমাধ্যমের তিনটি মূল বিষয়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে পর্যবেক্ষণ রয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রথমত, অনেক গণমাধ্যমের মালিকানা পরিবারকেন্দ্রিক; দ্বিতীয়ত, বেশিরভাগ গণমাধ্যমের মালিকরা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং তৃতীয়ত, প্রায় সব গণমাধ্যম প্রতিষ্ঠান দেশের বড় বড় শিল্পগোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত এবং মালিকরা এ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। এ গবেষণা প্রকল্পে সহযোগিতা করেছে ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি), ইউএসএ। িি.িনফসবফরধড়হিবৎং.পড়স ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনসহ এ সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি