সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ভোক্তাবিরোধী কর্মকান্ড ৮০ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ম যাযাদি রিপোর্ট ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ৮০টি প্রতিষ্ঠানকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং অধিদপ্তরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মাস্কসহ আলু, চাল, পেঁয়াজ, ভোজ্যতেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এ সময় মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত-মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ মোট ৮০টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসডিজি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ম যাযাদি রিপোর্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উন্নয়ন সংগঠন গুড নেইবারস বাংলাদেশের বার্ষিক সম্মেলনের বক্তারা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নসহ এসডিজির লক্ষ্যসমূহ অর্জনের জন্য ১২টি জেলায় ২১টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন গত মঙ্গলবার শুরু হয়। এ উপলক্ষে সরকারি ও দেশি-বিদেশি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে আয়োজিত অনলাইন আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারসের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল। এম মাঈনউদ্দিন মইনুল দীর্ঘ ২৫ বছরের পথ চলায় সহযোগিতার জন্য এনজিও বিষয়ক বু্যরো, সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় অংশ নেন এনজিও বিষয়ক বু্যরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি পাট্রিক হ্যালটন, ডবিস্নউএফপি প্রতিনিধি মো. নুরুল আমিন, কোইকা প্রতিনিধি দোহ ইয়ং অ্যাহ, হোপ বাংলাদেশের মি. কিয়ং ইয়ব লি, ওয়ার্ল্ড ভিশনের চন্দন জেড গমেজ, এক রঙ্গা এক ঘুড়ির নীল সাধু, আপন ফাউন্ডেশনের আফতাবুল ইসলাম প্রমুখ।