৫৭ ধারার মামলায় চবি শিক্ষক মাইদুল ইসলাম কারাগারে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চবির সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। ওই আদেশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। মাইদুল ইসলামের আইনজীবী ভুলন লাল ভৌমিক বলেন, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবর্তীর্কালীন জামিনে ছিলেন তিনি। ‘উচ্চ আদালতের সেই জামিন আদেশ অনুসারে আজ নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দিয়েছেন।’ কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। কোট আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ। তাদের চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচাযের্র কাছে স্মারকলিপি দিয়েছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু। ছাত্রলীগ নেতাকমীের্দর হুমকির কারণে ক্যাম্পাস ছেড়ে নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষক মাইদুল ইসলাম। সবশেষ গত ৬ অগাস্ট উচ্চ আদালত থেকে অন্তবর্তীর্কালীন জামিনও নেন তিনি।