গৃহকমীর্ নিযার্তনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রংপুরে গৃহকমীের্ক নিযার্তনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াকর্। পাশাপাশি এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াকের্র সদস্যসচিব নাজমা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াকের্র পক্ষ থেকে বলা হয়, রংপুরে চঁাদনী আক্তার জুঁই (১২) নামে এক শিশুগৃহকমীের্ক নিযার্তনের ঘটনায় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াকর্ উদ্বেগ প্রকাশ করছে। ছয় বছর বয়স থেকে জুঁই নীলফামারীর জেল সুপার নজরুল ইসলামের রংপুর নগরীর পশ্চিম বাবুখঁার বাসায় কাজ করত।