পরিচ্ছন্নতায় ঢাকার বিশ্বরেকডর্ বঙ্গবন্ধুর নামে উৎসগর্

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মঙ্গলবার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন -যাযাদি
নগর পরিচ্ছন্নতায় গিনেজ বুকে স্থান করে নেয়ার স্বীকৃতি অথর্বহ করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এই রেকডর্ গড়ার সম্মানে পরিচ্ছন্নতা কাযর্ক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে। এই সম্মান তখনই অথর্বহ-কাযর্কর হবে যখন নগরবাসীকে পরিপূণর্ একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারবো। মঙ্গলবার নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে গিনেসের স্বীকৃতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এ সময় রেকডির্ট বঙ্গবন্ধুর নামে উৎসগের্র ঘোষণাও দেন মেয়র। ডিএসসিসি মেয়র বলেন, ‘পরিচ্ছন্নতা বিষয়ে এ রেকডর্ করাই আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি, এমন কমর্সূচির মাধ্যমে শহরবাসী পরিচ্ছন্নতার বিষয়ে যেন সচেতন হন। আর এই রেকডের্র মাধ্যমে বিশ্ববাসী জেনেছে, এ দেশের মানুষ পরিচ্ছন্নতায় সচেতন জাতি। আমাদের এই অজর্ন, সেই নেতার নামে উৎসগর্ করতে চাই, যে নেতার জন্ম না হলে আমরা এই দেশ, এই স্বাধীনতা পেতাম না। শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু একজন মেয়রের পক্ষে এ বিশাল কাযর্ক্রম পরিচালনা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে মেয়রের ভ‚মিকায় থাকতে হবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিটিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এমপি, ঢাকা দক্ষিণ সিটি কপোের্রশনের প্রধান নিবার্হী কমর্কতার্ খান মোহম্মাদ বিলাল, প্রধান বজর্্য ব্যবস্থাপনা কমর্কতার্ এয়ার কমোডর মো. জাহিদ হোসেন, সচিব শাহাবুদ্দিন খান, রেকিট বেনকিজারের মাকেির্টং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কমর্সূচি প্রতীকী পরিচ্ছন্নতা কমর্সূচিতে গিনেজ বুকে থাকা আগের রেকডের্র লোকসংখ্যার থেকে অনেক বেশি লোক অংশগ্রহণ করে। সবাির্ধক সংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়– দেয়ার এই রেকডির্ট আগে ভারতের বদোধরা শহরের দখলে ছিল (৫,০৫৮ জন)। ওই রেকডর্ ভেঙে বতর্মানে ‘গিনেস বুক অব ওয়াল্ডের্’ বাংলাদেশ নতুন রেকডের্র অধিকারী (৭,০২১ জন)। ডিএসসিসি কতৃর্পক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কমর্সূচির আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।