পাঠাওয়ের যাত্রী-চালকের জন্য এক লাখ টাকা পযর্ন্ত বিমা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
এখন থেকে পাঠাওয়ের চালক ও যাত্রীরা বিমা-সুবিধা পাবেন। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে পাঠাও বাংলাদেশ। পাঠাওয়ের কমর্কতার্রা জানান, বিমা-সুবিধা চালু করতে পাঠাও বাংলাদেশ ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। এর মাধ্যমে ডটলাইন বাংলাদেশের আইআর ইনস্যুরেন্স ব্র্যান্ড কানির্ভ্যালের অধীনে বিশেষ কাস্টোমাইজ এই বিমা-সুবিধা দেবে। পাঠাওয়ের প্রধান নিবার্হী হুসেইন এম ইলিয়াস জানান, পাঠাওয়ের ট্রিপ চালু থাকা অবস্থায় কেউ দুঘর্টনায় পড়লে বা কারও মৃত্যু হলে এই বিমার অথর্ পাওয়া যাবে। পুরো বিমার খরচ বহন করছে পাঠাও। বিমা সুবিধা হিসেবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পাওয়া যাবে। চালক ও ব্যবহারকারী উভয়ই এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই বিমা সুবিধা নিতে হলে পাঠাও অ্যাপের রিপোটর্ ইস্যু থেকে দুঘর্টনার বিষয়টি অবহিত করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিলেই হবে। পুরো বিষয়টি পাঠাও যাচাই করে ক্ষতিপূরণ দেবে। তবে দুঘর্টনার সবোর্চ্চ এক থেকে তিন মাসের মধ্যে এই দাবি করতে হবে। অনুষ্ঠানে ডটলাইন বাংলাদেশের প্রধান নিবার্হী হাসান মেহেদী, পাঠাও লিমিটেডের প্রধান কারিগরি কমর্কতার্ সিফাত আদনান ও ভাইস প্রেসিডেন্ট কিশোয়ার হাশমি উপস্থিত ছিলেন। হুসেইন এম ইলিয়াস বলেন, ‘পাঠাও প্ল্যাটফমর্ ব্যবহারকারীকে নিরাপদ সেবা দেয়ার লক্ষ্য আমাদের। দ্রæত এই খাতের জনপ্রিয়তা বেড়ে গেছে। তাই সবাইকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের নিতে হবে।’