বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প ও উন্নয়ন কাজ এগিয়ে চলছে দ্রম্নতগতিতে

নতুনধারা
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা যোগদানের পর ধারাবাহিকভাবে বন্দরের প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন শুরু করেন। তিনি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট পস্নান্ট, ভিটিএমআইএস প্রকল্প, কন্টেইনার ইয়ার্ড নির্মাণকাজ এবং মোংলা বন্দরের আওতাধীন মেইন সড়কের মেরামত কাজ সরেজমিন পরিদর্শন করেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, 'মোংলা বন্দরের জন্য সারফেস ওয়াটার ট্রিটমেন্ট পস্নান্ট স্থাপন প্রকল্প যা মোংলা বন্দরের নিজস্ব পানির চাহিদা, বৈদেশিক জাহাজ, মোংলা বন্দরে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। ভিটিএমআইএস প্রকল্পটি বাস্তবায়িত হলে আইএমও রেগুলেশন অনুযায়ী সোলাস ও আইএসপিএস কোড অনুসৃত হবে, বন্দরে আগত দেশি-বিদেশি জাহাজ নিরাপদ চলাচল ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত হবে। এ ছাড়া বন্দরের কন্টেইনার ইয়ার্ড নং-৮ এর নির্মাণকাজ চলতি বছরেই শেষ হবে এবং মোংলা বন্দরের আওতাধীন মেইন সড়কের মেরামত কাজে সন্তুষ্টি প্রকাশ করে দ্রম্নত কাজ শেষ করার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে