সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
গাউসিয়া মার্কেটে ফায়ার সার্ভিসের মহড়া যাযাদি রিপোর্ট জনবহুল রাজধানীর বহুতল ভবনগুলোতে আগুন লাগলে বিভিন্ন কারণেই প্রাণহানি রোধ কষ্টসাধ্য হয়ে পড়ে। এসব ভবনে অগ্নিকান্ড প্রতিরোধ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় এবার গাউসিয়া মার্কেটে কৃত্রিম অগ্নিকান্ড ঘটিয়ে মহড়া সম্পন্ন করেছে বাহিনীটি। শনিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট থানাধীন গাউসিয়া মার্কেট ও পার্শ্ববর্তী ইসমাইল ম্যানশনে এ মহড়া অনুষ্ঠিত হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উপলক্ষে 'ভূমিকম্প ও অগ্নিকান্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ার' অংশ হিসেবে নিউমার্কেট-গাউসিয়া জোনে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ার শুরুতে গাউসিয়া মার্কেট ও পার্শ্ববর্তী ভবনে কৃত্রিম অগ্নিকান্ড সৃষ্টি করা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রয়োজনীয় উপকরণ নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকান্ডের ফলে ভবনে আটকে পড়াদের উদ্ধার এবং তাদের হাসপাতালে পাঠাতে পৃথক টিম কাজ করে। এছাড়া ভবন থেকে ঝাঁপ দিয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের চেষ্টায় ওই কৃত্রিম অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় উপস্থিত সবার মধ্যে সচেতনতামূলক বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লে. কর্নেল জিলস্নুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার সেন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মার্কেট মালিক সমিতির নেতারা ও স্থানীয় কাউন্সিলর উপস্থিতি ছিলেন। আখেরি মোনাজাতে শেষ চরমোনাইর বার্ষিক মাহফিল যাযাদি ডেস্ক বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার (ফাল্গুনের) বার্ষিক মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শনিবার শেষ হয়। শনিবার সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ধর্মপ্রাণ মুসলিস্নদের বিশাল এ গণজমায়েতে আখেরি মোনাজাত পরিচালনা করেন। পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতে দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। এ সময় পুরো মাঠ আমিন আমিন রবে মুখরিত হয়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে গত ২৪ ফেব্রম্নয়ারি, শুরু হয় এ মাহফিল। তিন দিনব্যাপী মাহফিলে তিনি ৫টি বয়ান পেশ করেন এবং নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ২টি বয়ান পেশ করেন। ঢাবির ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহাল দাবি যাযাদি রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহাল রাখার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। একইসঙ্গে গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবি জানায় তারা। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য রাখেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী সানোয়ার হোসেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল সমন্বয় করে অটোপাসের ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যসব বিশ্ববিদ্যালয়ে আগের জিপিএকে মান হিসেবে ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জিপিএ ০.৫০ বৃদ্ধি করে ৮.৫০, বাণিজ্য বিভাগে .৫০ বৃদ্ধি করে ৮.০০ ও মানবিক বিভাগে ১.০০ বৃদ্ধি করে ৮.০০ করা হয়েছে। এতে অনেক ভর্তিচ্ছু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।