বলাকা ভবন ঘেরাওয়ের ঘোষণা ক্যাজুয়াল শ্রমিকদের

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চাকরি স্থায়ীকরণের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত (ক্যাজুয়াল) কমর্চারী-শ্রমিকরা। আজ (বোরবার) সকাল ১০টায় বিমানের প্রধান কাযার্লয় বলাকা ঘেরাও এবং সেখানে অবস্থান কমর্সূচি পালনের ঘোষণা দিয়েছে বিমানের পে গ্রæপ-১ ক্যাজুয়াল শ্রমিকরা। আন্দোলনকারীরা বলছেন, বিগত পরিচালনা পষের্দর সভায় চাকরি স্থায়ীকরণের নিশ্চয়তা না দেওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক নেতারা। ঘেরাও ও অবস্থান কমর্সূচিতে সকল ক্যাজুয়াল শ্রমিক অংশ নেবেন। এই শ্রমিকদের নেতা মোহাম্মদ হানিফ জানান, শ্রমিকরা শান্তিপূণর্ভাবে বলাকা ভবন ঘেরাও করবেন। ন্যায্য দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চলবে। যৌক্তিক দাবি না মানা হলে সব ক্যাজুয়াল শ্রমিক একযোগে কমির্বরতিতে যাবেন। পে-গ্রæপ-১ ক্যাজুয়াল শ্রমিকদের দিয়ে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাসহ কাগোর্ বিমান লোডিং আনলোডিং এবং বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের গুরুত্বপূণর্ কাজ করানো হয়।