শেকৃবিতে রিসার্কুলেটিং একোয়াকালচার সিস্টেমবিষয়ক কর্মশালা

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে রোববার বাংলাদেশে ব্যয়বহুল, নিবিড় ও টেকসই পুনর্নির্মাণ জলজ ব্যবস্থা (আরএএস) এর বিকাশ (উবাবষড়ঢ়সবহঃ ড়ভ পড়ংঃ-বভভবপঃরাব, রহঃবহংরভরবফ ধহফ ংঁংঃধরহধনষব জবপরৎপঁষধঃরহম অয়ঁধপঁষঃঁৎব ঝুংঃবস (জঅঝ) রহ ইধহমষধফবংয) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ডক্টর মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. শহীদুর রশীদ ভূঁইয়া। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর জিবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি গবেষণা ফাউন্ডেশনের গবেষক, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের গবেষক, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি