মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে : গয়েশ্বর

যাযাদি রিপোর্ট
  ০৬ মার্চ ২০২১, ০০:০০
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় -যাযাদি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে। তাতে কাজ হবে না। বিএনপি রাজপথে নামুক আর না নামুক সরকার থাকবে না।'

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত গণতন্ত্র গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে? শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুল ইসলাম (লরেন) প্রমুখ।

গয়েশ্বর বলেন, 'আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগ যা চায়, তাতে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের জন্য। আর মানুষ মানুষের জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য না। কারণ আওয়ামী লীগকে মানুষের কাতারে ফেলা যায় না। সেই ক্ষেত্রে ওরা সফল। ওরা ওদের কাজে ব্যর্থ না। ওরা পত্রিকা বন্ধ করা, সাংবাদিক পেটানো, চুরিচামারি, মানুষের সম্পত্তি দখল, শিশু-নারী নির্যাতন, ব্যাংক ডাকাতি ও ছিনতাই করছে। এটা ওদের অর্ধশত বছরের ঐতিহ্য।'

তিনি বলেন, 'দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধের মাধ্যমে। কোনো বক্তব্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়নি। তাই জনগণের কাছে শিরোপা পাবে কিনা, বাহবা পাবে কিনা, সে কথা ভেবে বিএনপিকে আগামীর পথ চলতে হবে।'

তিনি বলেন, 'জিয়াউর রহমানকে খেতাব কে দিল, কি দিল না; জিয়াউর রহমানকে কী বলল, কী বলল না তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায় আছেন, থাকবেন।'

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির আয়োজনের কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, 'আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা উদার গণতান্ত্রিক সঠিক ইতিহাস তুলে ধরার একটা প্রচেষ্টা নিয়েছি। তো, আঁতুড় ঘরের সঠিক ইতিহাস তুলতে গিয়ে আমি একটা ইতিহাস আড়াল করে ফেলেছি-খালেদা জিয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে