'ডিজিটাল আইনটা কিসের?' প্রশ্ন মির্জা আব্বাসের

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
'ডিজিটাল আইনটা কিসের?' প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'প্রেসক্লাবের অডিটোরিয়ামের একটি প্রোগ্রামে আমি বলেছিলাম কিশোরসহ আরও কয়েকজন সাংবাদিক আটক আছেন?। তারা ডিজিটাল আইনে আটক হয়েছেন। কিসের ডিজিটাল আইন? ডিজিটাল বাংলাদেশ বলেন ভালো কথা। ডিজিটাল আইনটা কিসের? ডিজিটাল অ্যাক্টে আমাদের জেলে যেতে হবে। আমরা কথাই বলতে পারব না।' শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবে?শ অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাস বলেন, 'আমরা আমাদের কথা বলার অধিকার চাই। আমাদের স্বাধিকার চাই। দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক মৃতু্যর গ্যারান্টি চাই। এটুকু কথা বলতে আসলে শত অত্যাচার, চারদিকে গ্রেপ্তার নিপীড়ন। এত ভয় কিসের? কাকে এত ভয়? যাকে ভয় পাবেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আটকে রেখেছেন। আর তারেক রহমান প্রবাসে আছেন।' এ সময় তিনি দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।