দেশের আকাশে 'কালো মেঘ' দেখছেন ডা. জাফরুলস্নাহ

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের আকাশে 'কালো মেঘ' দেখতে পাচ্ছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুলস্নাহ চৌধুরী। তিনি বলেন, 'দেশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশে জয়শঙ্কর এসেছেন, সেই গৎবাঁধা কথা বলছেন, বিনা বিচারে মারা হবে না। কিন্তু ফেলানী হত্যার বিচার কি করেছে? প্রতি সপ্তাহে সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আজকে কানেক্টিভিটি মানেটা কি? গুজরাটের পণ্য আসামে যেতে পারে না, সেটা আমার উপর দিয়ে সুলভে যাবে। আর আমরা আমাদের বুকের রক্ত দিয়ে স্বাধীন করা দেশটা তাদের জন্য ছেড়ে দেব।' জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারা হেফাজতে লেখক মুশতাকের মৃতু্যর প্রতিবাদে শনিবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডা. জাফরুলস্নাহ বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই, শেষ মুহূর্তে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে উনি সাহস করে টিকা গ্রহণ করেছেন।' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডা. জাফরুলস্নাহ বলেন, 'আপনার উজবুক মন্ত্রীদের কথা না শুনে, এই আইনটি বাতিল করেন। একটা কার্টুনিস্ট কার্টুন এঁকে ব্যঙ্গ করে দেশের কি ক্ষতি করতে পারে যে তাকে দশ মাস জামিন দেননি। লেখক মুশতাক আহমেদের কথা আপনারা বলছেন, তার স্বাভাবিক মৃতু্য হয়েছে কিন্তু কাউকে যদি আপনারা চিকিৎসা না দেন তাহলে সেটাকে কি স্বাভাবিক মৃতু্য বলা যাবে?' পঁচাত্তরে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন চাটুকারেরা কোথায় ছিল?' প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে এক লাখের বেশি ব্যক্তি জেলে আছে। ব্রিটিশ আমলেও এত মানুষ জেলে ছিল না, পাকিস্তান আমলেও না। ঢাকার কাশিমপুর বলেন আর কেরানীগঞ্জ বলেন সেখানকার হাসপাতলে একটা ইসিজি মেশিন নেই, ভেন্টিলেটার নেই। আপনার বাবা তার 'অসমাপ্ত আত্মজীবনীতে' কারাগারের এই হাসপাতালগুলোর দুরবস্থার কথা বলে গেছেন। আপনি তো আসলে আমাদেরকে ছোট করছেন না। আপনি আপনার বাবাকে ছোট করছেন। আমাদের নেতাকে ছোট করছেন। এই মহানুভব ব্যক্তি, তাকে কি জবাব দেবেন? আপনাকে আমি বলছি- আপনি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অবশ্যই কবর দিয়ে দেন।' এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।