বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোমবাতি জ্বেলে নারীর প্রতি সহিংসতা বন্ধের শপথ

যাযাদি রিপোর্ট
  ০৯ মার্চ ২০২১, ০০:০০

করোনার মধ্যে সীমিত পরিসরে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের শপথ নিয়েছে 'আমরাই পারি' পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

সোমবার প্রথম প্রহরে এই আয়োজনের মধ্য দিয়ে আমরাই পারি জোটের 'আঁধার ভাঙার শপথ' কর্মসূচির এক যুগ পূর্তি হলো।

এ কর্মসূচির অংশ হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় মিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, 'বাংলাদেশে স্বাস্থ্য খাতে প্রচুর সমস্যা থাকার পরও নারীর নেতৃত্বে বাংলাদেশ দেখেছে কী করে করোনার অতিমারিকে প্রবল সাহসিকতা এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব। তবুও নারীর প্রতি সহিংসতা কমছে না, যা অত্যন্ত দুঃখের বিষয়।' নারীর প্রতি সহিংসতা রোধে তিনি সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।

'আমরাই পারি' জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হকের সঞ্চালনায় চেয়ারপারসন সুলতানা কামাল, জাতীয় কমিটির সদস্য ফওজিয়া খন্দকার ইভাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং 'আমরাই পারি'র ৪৮টি জেলার জেলা জোটের আহ্বায়করা অনলাইন কর্মসূচিতে যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে