চেক ডিজঅনার মামলার আসামি বিমান থেকে দেশে নেমেই গ্রেপ্তার

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিদেশ থেকে বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার হলেন চেক ডিজঅনার মামলার আসামি মো. নূর আলম (সবুজ)। সোমবার দুবাই থেকে দেশে আসার পরপরই বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সেনবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সেনবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, নূর আলমের দেওয়া ৬টি চেক ডিজঅনার হওয়ায় ওয়ান ব্যাংক মাইজদী কোর্ট ও চৌমুহনী শাখা মামলা করে। যা ঢাকা ও নোয়াখালী আদালতে বিচারাধীন। তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ট্রেডিং কর্পোরেশন ও উদয় বিক্স ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ান ব্যাংকের মাইজদী কোর্ট শাখা এবং মেসার্স রড বাজারে ওয়ান ব্যাংকের চৌমুহনী শাখা অর্থায়ন করে। নূর আলম সবুজের বাবার নাম আবু তাহের ও মায়ের নাম ময়মুনা বেগম। তার আবাসস্থল নোয়াখালীর সেনবাগ থানাধীন সাদেকপুর গ্রামে। তার বাড়িটি আবু তাহের মেম্বারের বাড়ি হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।