৭ মার্চের আলোচনায় স্বাস্থ্য মহাপরিচালক

সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণে রেখে আমরা যেন আমাদের শুদ্ধ করি, পরিপূর্ণ করি, আমরা যেন আমাদের নিজ কর্মে নিয়োজিত করি। প্রত্যেকে যেন প্রত্যেককে সহযোগিতা করি। তিনি বলেন, 'যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধন!' ৭ মার্চ উপলক্ষে অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে রোববার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন এ এম সি'র লাইন ডিরেক্টর ডা. আজিজুর রহমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা, অধ্যাপক রোবেদ আমিন, অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, ডা. এস এম মুস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বাঙালি জাতির ইতিহাস বিনির্মাণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক এবং জন-মানুষের মানস গঠনে এর অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আজকের ৭ মার্চ বিভিন্ন কারণেই অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ, এ বছরেই আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি এবং মুজিবশতবর্ষের কারণে এই ৭ মার্চের গুরুত্ব অনেক বেশি। স্বাধীনতা এবং মুক্তি- এই শব্দ দুটির বু্যৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অনেক ভিন্ন। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু যে মুক্তির জন্য বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন, সেই অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি আমরা একটু একটু করে অর্জন করছি। বক্তারা আরও বলেন, গত এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আমরা যে বড় করে ভাবতে পারি, আমরা যে বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে বাঁচতে পারি, তা জাতির জনক শিখিয়েছেন এবং তার সুযোগ্য কন্যা মাথা উঁচু করে কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এর পথ দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের একটি অংশ হচ্ছে স্বাস্থ্য খাতের উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি। পরিচালক, রোগ নিয়ন্ত্রণ বলেন, ৭ মার্চ বারবার পথভ্রান্ত মানুষকে পথ দেখায়, বিভ্রান্তির অন্ধকার কাটিয়ে আলোকচ্ছটা ছড়িয়ে সারা বাংলাকে উজ্জ্বল করে দেয়। প্রধানমন্ত্রী উন্নয়নের যে অভিযাত্রা শুরু করেছেন, সেই অভিযাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রনির্ঘোষ মুক্তিমন্ত্র উচ্চারণের আজ ৫০ বছর পূর্তি। এই মাহেন্দ্রক্ষণে নিপীড়িত শোষিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর এই ভাষণ স্মরণ রেখে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, শুধু মুখে মুখে নয়, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, স্বাস্থ্য বিভাগে নিজের কাজ, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর চেতনাকে বাস্তবায়ন করতে পারব।