ডিজিটাল আইনের বিরুদ্ধে লড়াই করবে গণসংহতি

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। রোববার রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কাযার্লয়ে ‘সংবাদ মাধ্যম ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী নিবতর্নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকার মনে করে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই। জনগণের সমথর্ন তাদের নেই, জোর করে তারা জনগণকে শাসন করতে চায়। সেটার জন্য যত রকমের আয়োজন দরকার সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আইনগুলো তারা তৈরি করে পরিবতর্ন করছে।