চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢামেকে প্রতীকী অনশন

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢামেক হাসপাতালের বানর্ ইউনিটের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার প্রতীকী অনশন করেন অনিয়মিত কমর্চারীরা -যাযাদি
দীঘর্ ১৫ বছর যাবৎ বিনা বেতনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বানর্ ইউনিটের অনিয়মিত কমর্চারীরা রোগীর সেবা দিয়ে আসছেন নিষ্ঠার সঙ্গে। বানর্ ইউনিট কতৃর্পক্ষ তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে এলেও এখনো অনিয়মিত কমর্চারীদের চাকরি স্থায়ীকরণ হয়নি। এর প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত ঢামেক হাসপাতালের বানর্ ইউনিটের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতীকী অনশন করেন অনিয়মিত ৬৮ জন কমর্চারী। পরে বানর্ ইউনিট কতৃর্পক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা কাজে ফিরে যান। এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনিয়মিত ৬৮ জন কমর্চারী একটি কমিটি গঠন করেন। এ কমিটির সদস্য মো. জীবন মিয়া বলেন, ‘২০০৩ সাল থেকে আজ পযর্ন্ত বিনা বেতনে অনিয়মিত কমর্চারী হিসেবে নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিয়ে এসেছি। কিন্তু বানর্ ইউনিট কতৃর্পক্ষ বারবার আশ্বাস দিলেও চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না।’ তিনি জানান, ‘অনিয়মিত কমর্চারীরা রোগীদের সেবা দিয়ে তাদের স্বজনদের বকশিশ পেয়ে কোনো মতে পরিবার নিয়ে দিন পার করছে। শুধু একটি আশায়, চাকরি স্থায়ীকরণ হবে।’ তিনি আরও জানান, প্রতীকী অনশন চলাকালে হাসপাতালের বানর্ ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক আবুল কালাম ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন স্যার এসে অনিয়মিত কমর্চারীদের প্রতীকী অনশন তুলে নেয়ার অনুরোধ করেন। পরে তাদের অনুরোধে কমর্চারীরা অনশন ভেঙে কাজে যোগ দেন। অনিয়মিত কমর্চারীরা জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে চাকরি স্থায়ীকরণের আশ্বাস না পেলে পরবতীর্ কমর্সূচি দেয়া হবে।