গানে গানে ‘মশা সচেতনতা’ বাড়াতে মাঠে ডিএনসিসি

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের প্রাদুভার্ব বেড়ে যাওয়ায় বিশেষ সচেতনতামূলক কমর্সূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করপোরেশনের বাসিন্দাদের সচেতন করতে প্রতিটি ওয়াডের্ গানে গানে ¯েøাগান ও করণীয় বুঝিয়ে দিচ্ছে কতৃর্পক্ষ। রোববার সকালে কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কাযার্লয়ের সামনে থেকে এই সচেতনতা কমর্সূচি শুরু হয়। করপোরেশনের প্যানেল মেয়র-৩ আলেয়া সারোয়ার ডেইজী কমর্সূচির উদ্বোধন করেন। তিনি বলেন, এ বছর চিকুনগুনিয়া ও ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। সেজন্য আমরা ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ এই কমর্সূচি হাতে নিয়েছি। আমাদের কাজ হবে গানে গানে জনগণকে সচেতন করা। এই নগরের অনেকেই জানেন এডিস মশার বংশবিস্তার ঘটে স্বচ্ছ জমে থাকা পানিতে। তারপরও কেউ হয়তো মানেন না। তাই আমরা নাগরিকদের সচেতন করতে ব্যতিক্রমধমীর্ এই কমর্সূচি নিয়েছি। আমাদের প্রতিটি ওয়াডের্ এই ‘রোড শো’ যাবে। সপ্তাহব্যাপী এই কমর্সূচি ছাড়াও নিয়মিত মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে বলেও জানান প্যানেল মেয়র। তবে ডিএনসিসি সেপ্টেম্বরের একেবারে শেষ দিনে এই কাযর্ক্রম হাতে নিলেও বিশেষজ্ঞদের মতে, এডিস মশার বংশ বিস্তারের মৌসুম ধরা হয় জুলাই-সেপ্টেম্বরকে। সেপ্টেম্বরের পর এডিস মশার প্রকোপ সাধারণত কমে যায়। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও বলেছিলেন, ‘এডিস মশা সেপ্টেম্বর পযর্ন্তই সাধারণত বংশ বিস্তার ঘটায়। তাই আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে।’