নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ব: হাছান

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সন্ত্রাসী, জঙ্গি, দুনীির্তবাজ ও নীতিহীনদের বিরুদ্ধে ‘জনতার ঐক্য’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। ড. কামাল হোসেন ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি গড়ে ওঠা ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, তাদের ঐক্য হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী গোষ্ঠী ও বাংলাদেশকে পরপর পঁাচবার যারা দুনীির্ততে চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং গ্রেনেড হামলাকারী, নীতি ও আদশর্হীন নেতাদের ঐক্য। আমরা এদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলব। সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপির বতর্মান নেতৃত্ব। তাই তারা সুচতুরভাবে বিএনপির কমীর্-সমথর্কদের ধেঁাকা দিয়ে খালেদা-তারেককে ‘মাইনাস’ করছে এবং ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।