১১ বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দশম জাতীয় সংসদের সদ্য সমাপ্ত ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মতি দিয়েছেন। সোমবার তিনি বিলগুলোয় সম্মতি জানান বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সম্মতির পর যে কোনো বিল আইনে পরিণত হয়। সোমবার রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হলো, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃর্পক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮; হিন্দু ধমীর্য় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কমর্চারী কল্যাণ বোডর্ (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃর্পক্ষ বিল, ২০১৮। আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ পাস হওয়া বাকি ৭টি বিলে দুই/এক দিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি আসতে পারে।