শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় এক বছরে মারা গেছেন ৮ হাজার ৬২৪ জন

ষ টিকা নিয়েছে ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন ষ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিবন্ধন করেছে ৬০ লাখ ৭ হাজার ১০৩ জন
যাযাদি রিপোর্ট
  ১৯ মার্চ ২০২১, ০০:০০

বৃহস্পতিবার দেশে করোনায় মৃতু্যর এক বছর পূর্ণ হয়েছে। করোনা সংক্রমিত ব্যক্তির প্রথম মৃতু্যর ঘোষণা আসে ১৮ মার্চ। এক বছরে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮ হাজার ৬২৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত। এর দশদিন পর ১৮ মার্চ প্রথম মৃতু্যর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ ধারাবাহিকতায় বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনায় আরও ১৬ জন মারা যাওয়ার মধ্যদিয়ে দেশে এক বছরে করোনায় মৃতের সংখ্যা ৮ হাজার ৬২৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে দেশে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ মোকাবিলায় জাতীয়ভাবে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকার 'কোভিশিল্ড' টিকা নেওয়ার জন্য জনসাধরণকে সরকারের স্বাস্থ্য বিভাগের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র যায়যায়দিনকে জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট ৬০ লাখ ৭ হাজার ১০৩ জন নিবন্ধন করেছেন। টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ জন পুরুষ ও ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ নারী।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৭ হাজার ৪৩৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ২৪০ জন টিকা নিয়েছেন। একইভাবে ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৪৩০ জন। চট্টগ্রামে ১৬ হাজার ৬২০ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭৯ জন, রংপুরে ২০ হাজার ৬৩২ জন, খুলনায় ১৫ হাজার ১১৫ জন, বরিশালে ৪ হাজার ৪৮৭ জন এবং সিলেটে ২ হাজার ৮৩০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। টিকা নেওয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৯৭ জন।

রাজধানীর গুরুত্বপূর্ণ হাসপাতালের চিত্র :বৃহস্পতিবার ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ১৩ হাজার ৪১০ জন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের বৃহস্পতিবারের পরিসংখ্যান থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৫০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১০, স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬৫, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮৭১, ?কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ২৬০, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে (মিরপুর) ৫০০, ঢাকা শিশু হাসপাতালে ৩৬৮ জনসহ বৃহস্পতিবার ঢাকা মহানগরে ৪৭টা কেন্দ্রে মোট ১৩ হাজার ৪১০ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত ঢাকা মহানগরে করোনার টিকা নিয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৫২৩।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রম্নয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে