ফঁাসি কাযর্কর হলে শান্তি পাব: আহত মাহাবুবা পারভীন

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাহবুবা পারভীন
২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত মাহবুবা পারভীন বলেছেন, রায়কে আমি স্বাগত জানাই। আশা করেছিলাম হামলার মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড তারেক রহমানের ফঁাসির রায় হবে। কিন্তু তা না হওয়ায় আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। তারেকের ফঁাসি হলে আমরা যারা আহত অবস্থায় ধুঁকে ধুঁকে বেঁচে আছি তারা খুব খুশি হতাম, শান্তি পেতাম। যারা নিহত হয়েছেন তাদের আত্মাও শান্তি পেত। বতর্মানে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবা পারভীন আরও বলেন, দীঘর্ প্রতিক্ষার পর অপরাধীদের সাজা হয়েছে। আশা করব, যাদের ফঁাসির রায় হয়েছে তা যেন দ্রæত কাযর্কর করা হয়। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো, অপরাধ করলে তার শাস্তি হয়। তিনি বলেন, শরীরে ১৮শ’ স্পিøন্টারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। রায় শোনার সঙ্গে সঙ্গে তার শরীরে থাকা সেই স্পিøন্টারের জ্বালা অনেকটা কমে গেছে। গত ১৪ বছরে এই স্পিøন্টারের যন্ত্রণায় তারা ঈদের আনন্দও উপভোগ করতে পারেননি। রায় শোনার পর তার ঈদের চেয়েও বেশি খুশি লাগছে। মাহাবুবা বলেন, তবে আরও বেশি খুশি হতাম যদি হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড তারেক জিয়ার ফঁাসির রায় হতো।’