ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় রোববার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ অক্টোবর (রোববার) রায় ঘোষণা করবেন হাইকোটর্। মঙ্গলবার হাইকোটের্র বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধাযর্ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল একরামুল হক টুটুল। এর আগে গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) -কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নিদের্শ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোটর্। প্রধান নিবার্চন কমিশনার (সিইসি), নিবার্চন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এনডিএমর পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।