সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীতে এবিটির সদস্য গ্রেপ্তার যাযাদি রিপোটর্ রাজধানী থেকে সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭) নামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) মিডিয়া উইংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাঈদের সাংগঠনিক নাম আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট ও একটি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়। বাইকের ধাক্কায় নারীর মৃত্যু যাযাদি রিপোটর্ রাজধানীর শনিরআখড়া ব্রিজের ঢালে সোমবার মোটরসাইকেল ধাক্কায় রাশেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাশেদা বেগমের ভাগ্নে সাজেদুল ইসলাম জানায়, তারা সূত্রাপুর কেএম দাস লেন নিজেদের বাসায় থাকেন। সন্ধ্যায় শনিরআখড়া ব্রিজের ঢালে রাস্তা পারাপার হচ্ছিলেন রাশেদা। তখন একটি দ্রæতগতির মোটরসাইকেল রাশেদা বেগমকে ধাক্কা দিয় পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভতির্ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচাজর্ এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মগের্ রাখা হয়েছে। ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যাযাদি ডেস্ক যশোরের বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে সোমবার রাত ১০টার দিকে আহসান (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আহসান ওই গ্রামের বাসিন্দা। বেনাপোল পোটর্ থানার এএসআই শাহিন জানান, রাতে আহসান তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বাধা দিলে যুবকরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন তাকে মুমুষূর্ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরীর ইন্দুপাড়া থেকে সোমবার মো. হেলাল উদ্দীন (২৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। হেলাল উদ্দীন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মো. ইউনুসের ছেলে। আলীকদম থানার ওসি মো. রফিক উল্লাহ জানান, ৫ অক্টোবর ইন্দুপাড়ায় গরু কিনতে গিয়ে নিখেঁাজ হন হেলাল। সোমবার রাতে ইন্দুপাড়ার পাশে নদীর পাড়ে তার গলা কাটা মরদেহ দেখে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের রতিয়ারকোনা গ্রাম থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমগীর হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, সোমবার রাতে আলমগীর রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনের একটি আম গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু যাযাদি ডেস্ক লালমনিরহাটে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আহমেদ বিপ্লব (২৮) নামে এক হোমিও প্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিপ্লব ওই গ্রামের রওশন আলী মাস্টারের ছেলে। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন জানান, সকালে ধানক্ষেতে সেচ দিতে বাড়ির পাশে নিজের সেচ পাম্প চালু করতে যান বিপ্লব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।