কেউ চলে গেলেও জোটে প্রভাব পড়বে না : রিজভী

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রুহুল কবির রিজভী
ন্যাপ ও এনডিপি জোট ছেড়ে গেলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙছে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ‘ব্যক্তিস্বাথের্ দুই-একজন চলে গেলেও ২০ দলে এর কোনো প্রভাব পড়বে না। কোনো কোনো নেতা লোভের জন্য বেইমানি করছেন।’ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে বেশকিছু অভিযোগ তুলে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ ও খন্দকার গোলাম মোতুর্জার নেতৃত্বাধীন এনডিপি। যদিও রাতে এনডিপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান উল্লেখ করে দলটির প্যাডে বিবৃতি পাঠানো হয়। একইসঙ্গে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ওসমান গনি পাটোয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করা হয়। পরে অবশ্য গোলাম মোতুর্জার পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে নতুন চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবকে বহিষ্কার করা হয়। এদিকে আজহারুল ইসলামকে চেয়ারম্যান করে বাংলাদেশ ন্যাপের একটি অংশও বিএনপি জোটে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী খালেদা জিয়ার আরেক দুনীির্ত মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুনীির্ত মামলার যুক্তিতকর্ উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায়ের দিন ধাযর্ করেছে নিম্ন আদালত। যেটি সম্পূণর্রূপে বেআইনি ও নিম্ন আদালতে সরকারের কতৃর্ত্ব প্রতিষ্ঠার নিলর্জ্জ বহিঃপ্রকাশ।’ রিজভী বলেন, ‘অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচারকাযর্ চলার বিধান পৃথিবীর দেশগুলোতে নেই। বতর্মান ভোটারবিহীন অবৈধ সরকার বেআইনি খারাপ নজির সৃষ্টিকারী সরকার। তারা জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, এটিও এর একটি। যেমন বন্দুকের জোরে দেশের প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা এবং বিচারক মোতাহার হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার নজির সারা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তেমনি অসুস্থতাজনিত কারণে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে রায় দেয়া হলে তাও হবে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই রায় হতে যাচ্ছে তোষের আগুনের মতো জ্বলতে থাকা প্রতিহিংসা পূরণের চাঞ্চল্যে।’