শারদীয় উৎসব মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি আনে: শ্রিংলা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হষর্বধর্ন শ্রিংলা Ñযাযাদি
‘শারদীয় দুগোর্ৎসব বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে। এ উৎসব কল্যাণ ও উন্নয়নে নতুন বাতার্ বহন করে। এখানের এই উৎসবে এসে আমি আনন্দিত। এত মানুষের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি।’ বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হষর্বধর্ন শ্রিংলা একথা বলেন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুগোর্ৎসব উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার হষর্বধর্ন শ্রিংলা। শ্রিংলা শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুগোর্ৎসব বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি এনে দেয়। এই উৎসব মানুষের মধ্যে কল্যাণ ও উন্নয়নের বাতার্ বহন করে। এই উৎসব সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে সব সময়। অনুষ্ঠানে তিনি ভক্তদের মাঝে প্রসাদও বিতরণ করেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নিমর্ল কুমার চ্যাটাজির্, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মÐল, সাংবাদিক রাহুল রাহা প্রমুখ।