আগামী নিবার্চনেই বিএনপি প্রমাণ করবে: মওদুদ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ Ñযাযাদি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আগামী নিবার্চনে আমরা প্রমাণ করব বাংলাদেশের মানুষ বিএনপিকে সমথর্ন করে।’ সরকার নিবার্চনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করছে নাÑ এমন অভিযোগ করে নেতাকমীের্দর উদ্দেশ্যে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে সরকারের বঁাধ ভাঙতে হবে। মাঠে নামতে হবে। আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে সংলাপে আসতে।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মওদুদ। ‘নিবার্চনী তফসিল ঘোষণার পূবের্ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয় সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নিবার্চন, সংকট সমাধানের একমাত্র পথ’ শীষর্ক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন। মওদুদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সরকারকে আমরা বিচলতি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তারা এটাই প্রমাণ করেছে যে, জাতীয় ঐক্যফ্রন্টকে তারা ভয় পায়। জাতীয় ঐক্যকে ভয় পায়, দেশের মানুষকে ভয় পায়।’ তিনি বলেন, ‘সরকার যখন ঐক্যের সমালোচনা করে তার মানে বুঝতে হবে যে, আমাদের কাজ সঠিক হচ্ছে। কিন্তু দুঃখ লাগে তারা অনেক অশালীন ও কুরুচিপূণর্ বক্তব্য রাখছে। তাতে আরও প্রমাণ হয় যে, তারা এখন নিশ্চিত হয়ে গেছে, যদি সুষ্ঠু নিবার্চন হয় তাহলে বতর্মান সরকারের ভরাডুবি হবে। এ কারণে ঐক্যফ্রন্টকে তারা আক্রমণ শুরু করেছে। তাতে কোনো লাভ হবে না।’ মওদুদ বলেন, ‘আজ গ্রামগঞ্জে যদি যান, দেশের মানুষের মুখে একটাই কথা, ঐক্য হয়ে গেছে। ঐক্য হয়ে গেছে মানে, একটা আশার সঞ্চার হয়েছে। একটা আশার আলো তারা দেখতে পাচ্ছে। নিজেদের মধ্যে আস্থা ফিরে এসেছে এখন। দেশের মানুষ বুঝতে পেরেছে যে, আগামী নিবার্চনে হয়তো তারা নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে এবং যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।’ তিনি বলেন, ‘দেশে যদি সুষ্ঠু নিবার্চন হয় বতর্মান মন্ত্রিসভার একজন মন্ত্রীও জয়লাভ করতে পারবে না এবং আপনারা দেখবেন তা-ই হবে। এ ভয়েই তারা সুষ্ঠু নিবার্চন করতে চায় না। আর মাত্র তিন মাসও নাই। কিন্তু সরকারের আচরণ দেখে বোঝা যায়, সরকার কতটুকু ভীত। সরকার ইচ্ছাকৃতভাবে নিবার্চনের পরিবেশ নষ্ট করছে।’ মওদুদ বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে এখন পযর্ন্ত প্রায় পঁাচ হাজার ৯০০ মামলা হয়েছে। এগুলো সব ভুতুড়ে মামলা। সব গায়েবি মামলা, সাড়ে তিন লাখ নেতাকমীের্ক আসামি করা হয়েছে। সরকার চায় না দেশে সুষ্ঠু নিবার্চন হোক।’ ডিজিটাল নিরাপত্তা আইন এবং সম্প্রচার আইনের জন্য সরকারের সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ও সম্প্রচার আইনÑ দুটা আইনের মাধ্যমে মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, সরকারের যেন সমালোচনা করা না যায়। এটা একটা নিয়ন্ত্রণমূলক আইন।’ মওদুদ বলেন, ‘ঐক্য প্রক্রিয়ায় অঁাতে ঘা লেগেছে সরকারের। এটা কী করে সম্ভব হলো। এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে।’ সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা প্রসঙ্গে তিনি বলেন, অনুমতি দিয়েও তা প্রত্যাহার করা হয়েছে। এতে এটাই প্রমাণ করে যে, সরকারের জনপ্রিয়তা কত নিচে নেমে গেছে।’ আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্মমহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।