শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকপ্রতিবন্ধী শিশুটির বাবা মায়ের সন্ধান চায় পুলিশ

ম যাযাদি রিপোর্ট
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

ঠিকানা হারিয়ে পুলিশের আশ্রয়ে থাকা বাকপ্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। সে বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে বলে জানিয়েছে পুলিশ।

শিশুটির বয়স ৮ বছর, গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা তিন ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের ফ্রক।

শনিবার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুল হাসান তেজগাঁও থানা এলাকায় ডিউটির সময় বেতার সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকা থেকে অজ্ঞাত শিশুটিকে থানায় নিয়ে আসেন। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়।

শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। যোগাযোগের ঠিকানা- ডিউটি অফিসার, তেজগাঁও থানা, মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর- ০২৪৮১১৮৫৪২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে