ইউনাইটেডে আগুনে মৃতু্য চার পরিবার পেল ১ কোটি টাকা

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুসারে রাজধানীর শুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের পরিবারকে ২৫ লাখ করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার টাকা পরিশোধের বিষয়টি আপিল বিভাগকে অবহিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও নিয়াজ মোহাম্মদ মাহবুব। ওই দুই আইনজীবী বলেন, পে-অর্ডারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত পাঁচ ব্যক্তির মধ্যে চারজনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। অন্য এক মৃত ব্যক্তির পরিবার আগেই ক্ষতিপূরণের বিষয়ে হাসপাতালের সঙ্গে আপস করে নিয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে পাঁচজনের মৃতু্যর ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিবারকে মামলার অন্তর্র্বর্তীকালীন সময়ে ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ২০২০ সালের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তখন ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চারজন পুরুষ এবং একজন নারী।