চীনা কোম্পানি বানাবে বিদ্যুতের প্রথম প্রি-পেমেন্ট মিটার

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাষ্ট্রায়ত্ত ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির (ওজোপাডিকো) উদ্যোগে দেশে প্রথম বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটার তৈরি হতে যাচ্ছে। এ লক্ষ্যে চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশ স্মাটর্ ইলেকট্রিক্যাল কোম্পানি’ নামে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করেছে ওজোপাডিকো। রোববার বিদ্যুৎ ভবনে এই কোম্পানি গঠনে ওজোপাডিকোর পক্ষে কোম্পানি সচিব আবদুল মোতালেব এবং চীনা কোম্পানির চেয়ারম্যান জো লিয়াংঝাং চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কয়েক বছর ধরেই আমরা এ ধরনের একটি কোম্পানি আশা করছিলাম। ওজোপাডিকো প্রথম এগিয়ে এসেছে সেজন্য এদের ধন্যবাদ।’ ভবিষ্যতে যেন গ্যাসের ক্ষেত্রেও এ ধরনের মিটার প্রস্তুত করা যায় সেদিকে নজর দেয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। খুলনায় নিমির্তব্য এ কোম্পানি আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিক কাযর্ক্রম শুরু করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ২৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির বাষির্ক উৎপাদনক্ষমতা হবে ৫ লাখ স্মাটর্ প্রি-পেমেন্ট মিটার।