পঁাচ দিনের সফরে জেনেভা গেলেন রাষ্ট্রপতি

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা-সংক্রান্ত দুটি আন্তজাির্তক সম্মেলনে যোগ দিতে পঁাচ দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার ভোররাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন রাষ্ট্রপতি। স্ত্রী রাশিদা খানম, পরিবারের কয়েকজন সদস্যসহ সংশ্লিষ্ট কমর্কতার্রা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তজাির্তক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন এবং তিন বাহিনীপ্রধানসহ সরকারি-বেসরকারি ঊধ্বর্তন কমর্কতার্রা। দুবাইয়ে কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করে আবদুল হামিদ সেখান থেকে জেনেভার উদ্দেশে রওনা দেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গেøাবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি।’ তিনি জানান, ‘টেকসই উন্নয়নে বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২-২৬ অক্টোবর জেনেভার জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কমর্কতার্, বেসরকারি প্রতিষ্ঠানের নিবার্হী এবং আন্তজাির্তক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বিশ্বব্যাপী বিনিয়োগ ও উন্নয়ন-সম্পকির্ত ইস্যু নিয়ে আলোচনা এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি উচ্চপযাের্য়র বৈশ্বিক ফোরাম হচ্ছে বিশ্ব বিনিয়োগ সম্মেলন। বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে বৈশ্বিক বিনিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সম্মেলনে আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।