শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফলাফল প্রকাশের দাবি

যাযাদি রিপোর্ট
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি।

মঙ্গলবার সকাল থেকে মহাখালী (টিবি গেট) স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

এ সময় আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান করে বিভিন্ন সেস্নাগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'নিয়োগ নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না', 'অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই'সহ বিভিন্ন সেস্নাগান দেন।

অবস্থান কর্মসূচি ও আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ বাস্তয়বায়ন কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার বলেন, 'প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষা শেষে আমাদের ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাচ্ছে। আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের কথা। এমন পরিস্থিতিতে দাবি আদায়ে মাঠে নামা ছাড়া কোনো উপায় দেখছি না।'

মেডিকেল টেকনোলজিস্ট কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, 'গত ১৩ বছর ধরে নিয়োগ বন্ধ থাকায় ডিপেস্নামাধারী কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্ট চাকরি তো দূরের কথা নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পর্যন্ত পাননি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের অনপাত হবে ১:৩: ৫ জন। কিন্তু প্রায় ১৮ কোটি মানুষের সেবায় এই সংখ্যা খুবই নগণ্য। ফলে দাবি আদায়ে আন্দোলন ছাড়া বিকল্প নেই।'

মেডিকেল টেকনোলস্টি নিয়োগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. এনামুল হক বলেন, 'এর আগে আন্দোলন করার ফলে ৩১ আগস্টের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনো সেই ফলাফল প্রকাশ হয়নি। এখন আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক। না হলে আমরা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে