বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সংকটের মুখে :বাংলাদেশ ন্যাপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাও সংকটের মুখে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, জনগণের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংকটকে আরেক দফা বাড়িয়ে দিয়েছে। বুধবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, গত একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, প্রতিষ্ঠিত হয়নি অংশগ্রহণমূলক রাজনীতি। ফলে বর্তমানে জনগণ ভোটকেন্দ্রে যেতে সব আগ্রহ হারিয়ে ফেলেছে। সরকারি দলের ব্যাপক প্রভাবে বিরোধী দলগুলো একরকম কোণঠাসা অবস্থায় পড়েছে।