সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
পীর সিন্ডিকেটের মামলা থেকে মুক্তি চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন ম যাযাদি রিপোর্ট রাজারবাগ দরবার শরিফের পীর সিন্ডিকেটের মিথ্যা ও সাজানো মামলা থেকে মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা। এ সিন্ডিকেটের করা ৮ শতাধিক মিথ্যা মামলা ও ৫ শতাধিক ভুক্তভোগী আসামি রয়েছেন বলে মানববন্ধনে দাবি করা হয়। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধনে বলেন, মামলাগুলো সম্পূর্ণ হয়রানিমূলক। ভাড়াটে বাদী দিয়ে করা এসব মামলায় আসামি চিনে না বাদীকে, বাদী চিনে না আসামিকে। পীর সিন্ডিকেটের করা ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন জানান, মাসের ১৫ দিনই তাকে জেলায় জেলায় গিয়ে বিভিন্ন মামলায় হাজিরা দিতে হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী জিন্নাত আলী জানান, মিথ্যা মামলা দিয়ে তার জমি দখল করে রেখেছে পীরের লোকেরা। তারা হয়রানিমূলক ওইসব মামলা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।