শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন গঠনে আইনের দাবি

যাযাদি রিপোর্ট
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার মানববন্ধন করে নির্বাচন সংস্কার আন্দোলন নামক একটি সংগঠন -যাযাদি

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়ে নির্বাচন সংস্কার আন্দোলন নামক একটি সংগঠন অভিযোগ করেছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উলেস্নখ থাকলেও কোনো সরকার সেটা পালন করে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের

সামনে এক মানববন্ধনে এ দাবি জানানোর পাশাপাশি অভিযোগ করা হয়।

এ সময় নির্বাচন সংস্কার আন্দোলনের উপদেষ্টা ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, 'নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশনা সংবিধানে স্পষ্ট থাকলেও সেই আইন প্রণয়ন না করে তথাকথিত সার্চ কমিটি দিয়ে বাছাই করে অনভিজ্ঞ, অবসরপ্রাপ্ত ও নিজেদের পছন্দের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা মূলত সরকারের অনুগত থাকে এবং সরকারের ইচ্ছানুযায়ী নির্বাচন পরিচালনা করে। ফলে সুষ্ঠু নির্বাচন হয় না।'

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন দল ও সংগঠনের নেতা মানববন্ধনে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে