বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৈনিক জমা কমানোসহ ৩ দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের মানববন্ধন

যাযাদি রিপোর্ট
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালকরা মালিক ও চাঁদাবাজদের অত্যাচার সহ্য করে আসছে। এখন তা মাত্রা ছাড়িয়েছে। করোনাকালীন দুর্যোগেও অটোরিকশা মালিকরা দুই দফা জমা বাড়িয়েছে। আড়াই টাকা মিনিটে মালিকের কাছ থেকে ভাড়া নিলেও সরকারি নিয়মানুযায়ী চালাতে হয় ২ টাকা মিনিটে। এ নিয়ে সিএনজি অটোরিকশা চালকদের টিকে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, বিআরটিএ কর্তৃপক্ষ ক্ষুদ্র যানটির দৈনিক জমা ৯০০ টাকা করেছে। মালিকরা ১৩০০ টাকাও নিচ্ছে। অনেক ক্ষেত্রে গ্যারেজ ভাড়াও দিতে হচ্ছে চালককে। মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো হলো- সিএনজি অটোরিকশা নিবন্ধন প্রদানের জন্য বাংলাদেশে ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনপত্র নেওয়ার বিষয়টি বাস্তবায়ন, নামমাত্র ও সরল সুদে অটোরিকশা কেনার জন্য ব্যাংক ঋণ প্রদান, দৈনিক জমা মেট্রোপলিটনের ক্ষেত্রে ৫০০ টাকা ও অন্য জেলার ক্ষেত্রে ৩০০ টাকা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে