বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

'জাতির পিতা যা বলতেন সেটাই বিশ্বাস করতেন'

যাযাদি রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শনিবার জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ অন্যরা -স্টার মেইল

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা যে কথা বলতেন, সে কথা তিনি বিশ্বাস করতেন। তিনি বলতেন, 'ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলব বাংলা আমার ভাষা, আমি বাঙালি।' এটা শুধু ওনার বক্তৃতার ভাষা ছিল না, এটা ছিল ওনার হৃদয় উৎসারিত সারাজীবনের তপস্যা।

শনিবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় গত বছর মার্চ মাসে। রং তুলিতে বঙ্গবন্ধু ছবি আঁকা প্রতিযেগিতায় বিভিন্ন বিভাগে প্রায় এক হাজার শিশু শিল্পী অংশগ্রহণ করে। এই প্রতিযোগীদের ভেতর থেকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকরা একশো শিশু শিল্পীকে বিজয়ী ঘোষণা করেন এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর সংবলিত সনদ তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মতিয়া চৌধুরী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বললে তিনি গৌরবান্বিত হন না, আমরাই গৌরবান্বিত হই। আমরা ধন্য হই। আমরা সেই রাজনৈতিক দীক্ষার পথে তিল পরিমাণ হলেও এগিয়ে যাই। জাতির পিতা আপনি আকাশের কোন তারা হয়ে আছেন আমরা জানি না, ধ্রম্নবতারার চেয়েও আরও উজ্জ্বল তারা আপনি আমাদের কাছে।'

তিনি বলেন, 'জাতির পিতা আপনি আজকে দেখে যান, আপনাকে সপরিবারে শেষ করে ওরা ভেবেছিল বাংলাদেশের সমস্ত সম্ভাবনা শেষ করে দেবে, নস্যাৎ করে দেবে। বাংলাদেশকে পাকিস্তান বানাবে। আজকে সেই পাকিস্তানের পার্লামেন্ট। একটা বাংলাদেশ হওয়ার জন্য পার্লামেন্টে আকুতি জানাচ্ছে।'

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, 'আজকে আমাদের দেশ থেকে লোকজ সংস্কৃতি হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু ধর্মের নামে অধর্ম আমাদের জেঁকে বসেছে। গ্রামগঞ্জে নাটক যাত্রার বদলে ওয়াজের নামে এমন সব কথা বলা হয় যেটা ইসলাম ধর্মে বিশ্বাসীদের শঙ্কিত করে তুলছে।' তিনি বলেন, 'আমরা সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি বলেই আজকে এই ধরনের অযৌক্তিক কথা অন্ধের মতো বিশ্বাস করি। আমাদের সংস্কৃতিমনা হতে হবে।'

বিএনপির সভা সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, উনি (তারেক রহমান) মিটিং করে বিএনপি নেতাদের হুমকি দিয়েছেন যে, কঠোর আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে, যদি আন্দোলন করতে না পারেন তাহলে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। এটা দিতেই পারেন। কারণ বিএনপি যদি একটা আদর্শিক রাজনৈতিক দল হতো তাহলে সেখানে আদর্শের কথা হতো। আদর্শের কর্মীকে কখনো দল থেকে, পদ থেকে বের করে দেওয়া যায় না। কিন্তু যেহেতু এটা আদর্শের দল নয়, এটা ক্ষমতালোভী একটা সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী, সেইখানে যে কাউকে ইচ্ছামতো দলে আনা যায়, ইচ্ছামতো দল থেকে বের করে দেওয়া যায়। বিএনপি সেটা করছে, তারা সেটা করবে।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী বলেন, 'আমাদের দেশের শিশুরা ছবি আঁকতে শিখেছে এটাই আমাদের গর্বের। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি এঁকেছে তার অর্থ বঙ্গবন্ধু তাদের বুকে গেঁথে গেছে। এই প্রতিযোগিতার আয়োজনে আমি ভীষণ খুশি হয়েছি।'

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, শিশুদের প্রতি জয় বাংলা শুভেচ্ছা রইলো। তিনি বলেন, 'আওয়ামী লীগ মানেই বাঙালি, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। বাঙালির রক্তে রয়েছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি। এটা আমাদের জন্য গর্বের।'

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরীন আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে