কর্মসংস্থান ও বেকার ভাতার দাবি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনা মহামারিতে বিভিন্ন সেক্টরে কর্ম হারিয়ে বেকার হয়ে পড়া যুবকদের জন্য কর্মসংস্থান ও বেকার ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ যুবশক্তি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়। এ সময় যুবশক্তির পক্ষ থেকে শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকরিচু্যত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদের সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া, বিদেশ যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠানো, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা, চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা গ্রহণ, করোনাকালীন চাকরিচু্যতদের অগ্রাধিকার দেওয়া, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা, আবেদন ফি মওকুফ করাসহ চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের দাবি করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ যুবশক্তির প্রধান উপদেষ্টা হানিফ বাংলাদেশী, সভাপতি জিয়াউর রহমান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক, আলম চৌধুরী, মীর মোজাম্মেল হোসেন মিলন, নাহিদ রহমান পুতুল, মো. সৌরভ, এন ইউ আহমেদ, মো. শিহাব উদ্দিন প্রমুখ।