শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

ওষুধের তথ্য জানাতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা বেশি

ম যাযাদি রিপোর্ট
  ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

'ফার্মেসি অল ট্রাস্টট্রেড ফর ইয়োর হেলথ' প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ (২৫ সেপ্টেম্বর) দেশে পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১। ফার্মাসিস্টদের বিশ্বব্যাপী সংগঠন এফআইপি-আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন গৃহীত এ বছরের প্রতিপাদ্যটি করোনাকালে সর্দি-কাশির মতো সাধারণ রোগেও মানুষের ওষুধ গ্রহণের প্রবণতা বেড়ে যাওয়ায় এটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট সহজেই পরামর্শ দিতে পারেন, সেই বিষয়টিকে সামনে আনা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারি মোকাবিলায় ফ্রন্টলাইনে থেকে যারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স, ল্যাব টেকনিশিয়ান, বায়োকেমিস্ট রয়েছেন। এরমধ্যে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা হাসপাতালে সেবা দেন, তাদের মূল কাজ হলো রোগীর জন্য নির্দিষ্ট ওষুধ গ্রহণের গাইডলাইন তৈরি, রোগীকে নিরাপদ উপায়ে ওষুধ দেওয়া, ওষুধ সম্পর্কিত বিভিন্ন উপদেশ, ওষুধের কার্যকারিতা কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা, চিকিৎসকের পরামর্শ অনুসারে সঠিক ওষুধ নির্ধারণ ও ডোজ নির্ধারণে সহায়তা দেওয়া অন্যতম। পাশাপাশি হাসপাতালে কোন ধরনের ওষুধ রাখতে হবে, সেগুলোর সংরক্ষণ এবং ব্যবস্থাপনা পুরোটাই নিয়ন্ত্রণ করেন একজন দক্ষ গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট।

তবে ক্লিনিক্যাল ফার্মাসি ও ফার্মাকোলজি বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসক এবং নার্স কেন্দ্রিক। ফলে রোগ নির্ণয়ে দক্ষ লোকের অভাব, ল্যাবরেটরির স্বল্পতা, রোগীর ওষুধ নিয়ে অব্যবস্থাপনা, ওষুধের দোকান থেকে রোগীর দেদার ওষুধ ক্রয়, ওষুধের অপচয়, ওষুধবিষয়ক জটিলতা, ক্লিনিক্যাল ট্রায়াল বিলম্বিত হওয়ার মতো ঘটনা ঘটছে। এর কারণ চিকিৎসা ব্যবস্থায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সরাসরি সম্পর্কিত হওয়ার পরিবেশ তৈরি হয়নি।

হাসপাতালগুলোতে বর্তমানে ডিপেস্নামা ফার্মাসিস্ট নিয়োগের ব্যবস্থা রয়েছে, যারা শুধু ওষুধ সংরক্ষণ ও বিতরণের সঙ্গে সংযুক্ত। ফলে দেশে করোনাকালে সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ডেপামিথাসনের মতো ওষুধ কিনে গ্রহণ করেছে। তাই চিকিৎসকের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) এবং গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক, নারকোটিকস, অ্যান্টিসাইকোটিকস, ইনজেকশনস, আইভি স্যালাইন, হরমোন ইত্যাদি ওষুধ বিক্রি বন্ধ করার নীতিমালা আবশ্যক।

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিকেলের ফার্মাসিস্টদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের্ যালি অনুষ্ঠিত হবে। ডিপেস্নামা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দুপুর দেড়টায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সামনের্ যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করবে। এছাড়া প্রত্যেক জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সরকারি-বেসরকারি হাসপাতাল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে