ভুয়া ঠিকানায় ১০ কেজি সোনা!

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
হজরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে একটি ফ্লাইটের কুরিয়ারে ১০ কেজি সোনার চালান আসার পর মঙ্গলবার তা জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের কমর্কতার্রা Ñযাযাদি
হজরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে একটি ফ্লাইটের কুরিয়ারে ১০ কেজি সোনার চালান আসার পর মঙ্গলবার সকালে তা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের কমর্কতার্রা। সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ডিএইচএল কুরিয়ার সাভিের্সর দুটি প্যাকেটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে আসে সোনার এই চালান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার থেকে ওই সোনা উদ্ধারে তল্লাশি চালাতে থাকেন শুল্ক গোয়েন্দারা। গতকাল সকালে কুরিয়ার গেটের সামনে থেকে ওই সোনা জব্দ করা হয়। প্রাপক হিসেবে প্যাকেটের ওপর উল্লেখ ছিল কামরুল ইসলাম নামের এক ব্যক্তি ঠিকানা। তবে শুল্ক গোয়েন্দারা যাচাই-বাছাই করে ওই ঠিকানা ভুয়া বলে জানান। শুল্ক কতৃর্পক্ষের দাবি, জব্দ হওয়া ১০ কেজি সোনার মূল্য পঁাচ কোটি টাকা। ভুয়া ঠিকানা ব্যবহার করে সোনার চালানটি সিঙ্গাপুর থেকে এ দেশে পাঠানো হয়েছিল। ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে করে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সোনার চালানটি ঢাকায় আসে। গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে বিমানবন্দরের কুরিয়ার গেটের সামনে একটি কন্টেইনার তল্লাশি করা হয়। তল্লাশির সময় ডিএইচএল কুরিয়ার সাভিের্সর দুটি বড় আকারের প্যাকেট জব্দ করা হয়। এমপি থ্রি মিউজিক প্লেয়ারের পাটের্সর এই দুটি প্যাকেটে পঁাচটি করে মোট ১০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি করে। দাম প্রায় পঁাচ কোটি টাকা। অথেলো চৌধুরী বলেন, এই পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।