ছিনতাইকারী হত্যায় দুই ছিনতাইকারীর মৃত্যুদÐ

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে ছিনতাইকারী আ. লতিফকে গলা ও পায়ের রগ কেটে হত্যায় দুই ছিনতাইকারীকে মৃত্যুদÐের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ ছাড়া আরও চারজনকে যাবজ্জীবন কারাদÐের আদেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার চার নম্বর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদÐপ্রাপ্ত দুই আসামি হলেন- মোয়াজ্জেম হোসেন ও বাবু ওরফে কানা বাবু। এ ছাড়া যাবজ্জীন কারাদÐপ্রাপ্ত চার আসামি হলেন- আকির হোসেন (পলাতক), মনির হোসেন (পলাতক), আমির হোসেন (পলাতক) ও আ. আজি ওরফে আজি। যাবজ্জীবন কারাদÐের পাশাপাশি তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদÐের আদেশ দেয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ছিনতাইয়ের ৭০ হাজার টাকা ভিকটিম লতিফের কাছে ছিল। ওই টাকা নিয়ে আসামিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মতিঝিল থানাধীন শাহজানপুর এ/৫০ নম্বর বিল্ডিংয়ের চতুথর্ তলার ছাদের ওপর আসামি ফেরদৌসের নিদেের্শ অন্য আসামিরা লতিফকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে। হত্যা করে তার মরদেহ ছাদে ফেলে রাখে আসামিরা। ২০০৫ সালের ২৩ মাচর্ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদশর্ক শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৭ ফেব্রæয়ারি মতিঝিল থানার উপ-পরিদশর্ক সাহাব উদ্দিন ছয় আসামির বিরুদ্ধে চাজির্শট দাখিল করেন। একই বছরের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া এই মামলায় বিভিন্ন সময় মোট আটজন আদালতে সাক্ষ্য প্রদান করেন।