সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সড়ক দুঘর্টনায় নারীর মৃত্যু যাযাদি রিপোটর্ রাজধানীর মিরপুর মাজার রোডে মঙ্গলবার রাতে সড়ক দুঘর্টনায় শামীমা আকতার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শামীমা আকতার মাজার রোডের লালকুঠি বাজার এলাকায় থাকতেন। বিভিন্ন বাসায় গৃহকমীর্র কাজ করতেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ফঁাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় শামীমা গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোচালকের মরদেহ উদ্ধার যাযাদি রিপোটর্ রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ গাঁও বেগুনবাড়ি এলাকা থেকে বুধবার সকালে রাশেদ (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাশেদের বাড়ি গাইবান্ধা জেলায়। সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ গাঁও বেগুনবাড়ি এলাকা থেকে রাশেদ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮ যাযাদি ডেস্ক ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল ৬টা পযর্ন্ত এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এক বাতার্য় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গঁাজা, ৫ বোতল ফেনসিডিল এবং ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র অধীনে ৩৩টি মামলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির খুলি উদ্ধার যাযাদি ডেস্ক ঝিনাইদহের সদর উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার নবগঙ্গা নদী থেকে বুধবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন-চার মাস আগের। ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষের নমুনা ঢাকায় পাঠানো হবে। সোনার ১৬ পিস পাত উদ্ধার যাযাদি ডেস্ক নওগাঁর সাপাহার উপজেলার আদাতোলা সীমান্ত থেকে বুধবার ভোরে সোনার তৈরি ছোট বড় মোট ১৬টি পাত উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার পাতের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫২ হাজার ৮৫৪ টাকা। ১৬ বিজিবি ব্যাটালিয়নের আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার ভোরে বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল। এসময় কয়েকজন যুবক তাদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে ৮১৭ গ্রাম ওজনের ১৬টি সোনার পাত পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু যাযাদি ডেস্ক মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের আলাউদ্দিন ক্লিনিকে বুধবার সকালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন পরিবারের সূত্র দিয়ে জানান, সিজারের সময় নবজাতকের মুখমÐলে আঘাত লাগে। ফলে তখনই নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল থেকে জানানো হয় ওই নবজাতকের জন্মগত ত্রুটি ছিল। শ্বাসকষ্টও ছিল। এ কারণে নবজাতক সিজারের সময়ই মারা যায়। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।