গরম বক্তৃতা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না: হাছান

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গণভবনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপের মাধ্যমে একটি সৌহাদ্যর্পূণর্ পরিবেশ সৃষ্টি হয়েছে। গরম বক্তৃতা দিয়ে তা নষ্ট না করার আহŸান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা সংসদ আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহŸান জানান। হাছান মাহমুদ বলেন, সাড়ে তিন ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টা সেখানে আলোচনা হয়েছে। ড. কামাল হোসেন যখন বললেন, প্রয়োজনে ছোট পরিসরে আমরা আলোচনায় বসতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা যদি চান আমরা অবশ্যই বসতে রাজি আছি, আমাদের দরজা খোলা আছে। তিনি বলেন, ‘এরপর গতকাল ড. কামাল হোসেন বলেছেন, অত্যন্ত সৌহাদ্যর্পূণর্ পরিবেশের কথা। এটাই সত্য, এটাই হচ্ছে বাস্তবতা। তাই যে সৌহাদ্যর্পূণর্ পরিবেশ সৃষ্টি হয়েছে, আশা করি এই পরিবেশ আপনারা কেউ নষ্ট করবেন না।’ তিনি আরও বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটি বৃহস্পতিবার আলোচনা হয়েছে। সংবিধানের আলোকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নিবার্চন করার জন্য যা যা করণীয় তা প্রধানমন্ত্রী সংলাপে ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার অত্যন্ত সৌহাদ্যর্পূণর্ পরিবেশে সংলাপ হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের ২০ নেতা সেখানে মন খুলে কথা বলেছেন। কেউ কেউ একাধিকবার কথা বলেছেন। আমাদের জোটের কয়েকজন নেতাও কথা বলেছেন। আমি মনে করি গতকালের সংলাপ দেশের রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক।