আসতে শুরু করেছে ভারতে ছাপানো প্রাথমিকের বই

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই বেনাপোল স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে। বেনাপোল বন্দরের দুই নম্বর পণ্যগারের ইনচাজর্ (সুপারেনডেন্ট) রুহুল আমিন জানান, ২০১৯ সালে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণের ওই পাঠ্য বইয়ের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে করে বৃহস্পতিবার রাতে বেনাপোল বন্দরে আসে। ‘বন্দরের ২ নম্বর পণ্যগারে বইগুলো রাখা হয়েছে; এতে ২৫ লাখ বই রয়েছে।’ এই বইয়ের আমদানিকারক ঢাকার ন্যাশনাল ‘কারিকোলাম অ্যান্ড টেক্সট বুক’ এবং রপ্তানিকারক ‘ভারতের কৃষ্ণা ট্রেডাসর্’ বলে রুহুল আমিন জানান। তিনি বলেন, বইয়ের আমদানি মূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মাকির্ন ডলার। ১৩ হাজার ২৫০ বান্ডিলে প্রাথমিকের আনুমানিক ২৫ লাখ বই রয়েছে, যার ওজন ৫০৮ মেট্রিকটন ৩০২। বেনাপোলের ভৈরব ট্রান্সপোটর্ এজেন্সির স্বত্ত্বাধিকারী ও বেনাপোল ট্রান্সপোটর্ এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বই সরবরাহের দায়িত্ব পেয়েছেন। ভারত থেকে আরও বই আসবে জানিয়ে রুহুল বলেন, যেসব বই এরই মধ্যে এসেছে কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রæত সময়ের মধ্যে বন্দর থেকে খালাস করা হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রæত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলে জানান তিনি।