খুকুমনির ঘাতক স্বামীর ফঁাসি দাবি

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
যৌতুকের টাকা দিতে না পারায় জাজিরা উপজেলায় পদ্মার দুগর্ম চরে গৃহবধূ খুকুমনির ঘাতক স্বামী ইমান ব্যাপারীর সবোর্চ্চ শাস্তি ফঁাসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খুকুমণি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান শরীয়তপুরের ‘জাজিরার সতেচন নাগরিক সমাজ’। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর জাজিরায় পদ্মার দুগর্ম বাবুর চরে যৌতুকের টাকার জন্য এক সন্তানের মা খুকুমনিকে (২৫) নিমর্মভাবে হত্যা করেছে যৌতুকলোভী পাষÐ স্বামী ইমান ব্যাপারী ও তার পরিবার। ইমান দীঘির্দন ধরে যৌতুকের জন্য খুকুমনিকে মারধর করত। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর সন্ধ্যায় সে খুকুমনিকে লোহার দÐ (শাপাল) দিয়ে পিটিয়ে নিমর্মভাবে হত্যা করে। এরপর অভিযোগ এড়াতে গলায় মশার কয়েল দিয়ে পুড়িয়ে কালো দাগ বানিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করে। তারা বলেন, ‘এ ঘটনায় মামলা নেয়া হলেও খুকুর পরিবার ও আমরা সচেতন শরীয়তপুরবাসী বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি। কেননা ইতোপূবের্ শরীয়তপুরে ঘটে যাওয়া কোনো নারী নিযার্তন, ধষর্ণ ও হত্যাকাÐের সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের শঙ্কিত করে। আমরাও কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হব?’