স্বাভাবিক চাকরির নিশ্চয়তা চান গ্রামীণফোন কমীর্রা

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা রিপোটার্সর্ ইউনিটিতে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ Ñযাযাদি
স্বাভাবিক চাকরির নিশ্চয়তাসহ ১২ দফা দাবি জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণফোনের কমীর্রা। শুক্রবার ঢাকা রিপোটার্সর্ ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ এসব দাবি জানান। তিনি বলেন, ২০১২ সালে গ্রামীণফোনে স্থায়ী লোকবল ছিল ৫ হাজার। ছঁাটাইয়ের কারণে এখন তা কমে প্রায় ২ হাজার ৩০০ জন হয়েছে। স্থায়ী কমীর্ ছঁাটাই করে ভাড়া করা (আউটসোসর্) লোক দিয়ে কাজ করানো হচ্ছে। এতে দিন দিন গ্রামীণফোনের সেবার মান কমে যাচ্ছে। একজন স্থায়ী কমীর্ যে রকম কাজ করেন, ভাড়া করা কমীর্ দিয়ে তা সম্ভব নয়। ২০০৭ সাল থেকেই গ্রামীণফোনে কমীর্ ছঁাটাই চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা স্বাভাবিক চাকরির নিশ্চয়তা চাই। শিগগিরই কমীর্ ছঁাটাই বন্ধ করতে হবে। কোনো ধরনের স্থায়ী কাজ আউটসোসর্ দিয়ে করানো যাবে না।’ মিয়া মাসুদ বলেন, ‘২০১৭ সালে গ্রামীণফোনের নেট মুনাফা ছিল ২ হাজার ৭৪০ কোটি টাকা। আর চলতি বছর প্রথম ৯ মাসেই নেট মুনাফা হয়েছে ২ হাজার ৬০৮ কোটি টাকা। আমাদের কমীর্রা এতো মুনাফা এনে দিচ্ছেন, বিনিময়ে তারা শুধু চাকরির নিশ্চয়তা এবং ন্যায়সঙ্গত সুযোগ চান। যা গ্রামীণফোনের আয়ের তুলনায় খুবই নগণ্য।’ এ সময় গ্রামীণফোন কমীের্দর পক্ষ থেকে তিনি ১২ দফা দাবি তুলে ধরেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দাবির বিষয়ে সরকার ও গ্রামীণফোনের ব্যবস্থাপনা পষর্দ কী ধরনের পদক্ষেপ নেন তার ওপর ভিত্তি করে আমরা পরবতীর্ কমর্সূচি গ্রহণ করবো। তবে দাবি আদায়ে আমরা কোনো সময় নিদির্ষ্ট করে দিচ্ছি না। সংবাদ সম্মেলনে গ্রামীণফোন সিবিএ সভাপতি ফজলুল হক, প্রচার সম্পাদক রফিকুল কবির সৈকতসহ অন্য নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।