বৃষ্টিতে শুরু হয় ঢাকার সকাল

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সোমবার সন্ধ্যায়ই এক পশলা বৃষ্টি হয়েছিল। কয়েকঘণ্টা বাদে মঙ্গলবার রাজধানীর সকালটাও শুরু হয় বৃষ্টিতে। তবে সোমবার সন্ধ্যার তুলনায় গতকাল সকালে বৃষ্টিপাতটা বেশিই হয়। হেমন্তদিনের সকালে কুয়াশা থাকলেও সূযের্র দেখা মেলে ৬টার আশপাশেই। তবে বষের্ণর কারণে পৌনে ৭টা পযর্ন্তও সূযের্র দেখা মেলেনি ঢাকায়। রাজধানীর বারিধারা, কুড়িল, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয় ৬টার আগ থেকেই। শীতের সময় রাস্তাঘাটে যে ধুলোবালি জমে থাকে, তা থেকে নগরবাসীর খানিকটা রেহাই মিলে এই বৃষ্টির কল্যাণে। আগের সন্ধ্যায় বৃষ্টি হওয়ার পর আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের ফলে ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, সৈয়দপুর অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি হচ্ছে। ঢাকায় খানিকটা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই সময়ে এমন বৃষ্টিপাত হয় এবং সেটা ক্ষণস্থায়ী। এদিকে আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, লঘুচাপের বধির্তাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেজন্য কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।