সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
১ লাখ ইয়াবাসহ একজন আটক যাযাদি ডেস্ক কক্সবাজারের টেকনাফ পৌরভার কলেজপাড়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এক লক্ষাধিক ইয়াবাসহ মির কাশেম (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। কাশেম জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়া এলাকার আবু সায়েদের ছেলে। র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, বিদেশি এনজিও ‘ডিসিএ’র স্টিকারযুক্ত গাড়িতে করে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়ি থেকে কাশেমকে আটক করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। আগুনে পুড়ল সাত ঘর যাযাদি ডেস্ক গাজীপুর সদর উপজেলার মিজার্পুর কাইঞ্জানুল এলাকায় মো. মফিজ উদ্দিনের বাড়িতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুনে একটি বসতবাড়ির সাতটি কক্ষ মালপত্রসহ পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার সাভিের্সর জ্যেষ্ঠ স্টেশন কমর্কতার্ মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সাভিের্সর দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক পঁাচ লাখ টাকার ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান। মাধবপুরে মাদকসহ একজন আটক যাযাদি ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধমর্ঘর ইউনিয়নের দেবপুর নোয়াহাটি গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে ইয়াবা ও গঁাজাসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। শফিকুল মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাশু মিয়ার ছেলে। কাশিমনগর পুলিশ ফঁাড়ির ইনচাজর্ খন্দকার সাইদ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, ছয় কেজি গঁাজা এবং ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নিখেঁাজ শিশুর মরদেহ উদ্ধার আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শহরের ব্যাপারি বাড়ির পুকুর থেকে নিখেঁাজ হওয়ার ১৭ ঘণ্টা পর মঙ্গলবার সকালে আজিম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজিম শহরের বড়বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, সোমবার দুপুরে বড়বাজার এলাকার বালু মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখেঁাজ হয় আজিম। অনেক খেঁাজাখুঁজির পর মঙ্গলবার সকালে ওই পুকুরে আজিমের মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। সড়ক দুঘর্টনায় চালকের মৃত্যু মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার মালাউড়ী আকাশী এন্টারপ্রাইজের সামনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ট্রলি-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘষের্ শফিকুল ইসলাম (২৮) নামের ট্রলিচালকের মৃত্যু হয়েছে। শফিকুল কালামাঝি গ্রামের লেবু মিয়ার ছেলে। আলোকদিয়া ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, শফিকুল ট্রলি চালিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক সাভিের্সর একটি বাসের সঙ্গে তার ট্রলির সংঘষর্ হয়। এতে মারাত্মক জখম হন শফিকুল। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী নিহত যাযাদি ডেস্ক ভোলায় হাজিরজাট বাজার নামক এলাকায় সোমবার রাত ৯টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে ইয়ামিন (২৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। ইয়ামিন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ভোলা থেকে ইলিশার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলআরোহী ইয়ামিন ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে গাড়িটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।