চিড়িয়াখানার বাড়তি প্রবেশমূল্য কাযর্কর জুলাই থেকে

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা চিড়িয়াখানার নিধাির্রত প্রবেশমূল্য বাড়ানো হচ্ছে। ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কাযর্কর হবে ২০১৯ সালের জুলাই মাস থেকে। সরকারের রাজস্ব বৃদ্ধির জন্যই এ সিদ্ধান্ত। এছাড়াও দশর্নাথীর্র কথা বিবেচনা করে এ মৌসুমে চিড়িয়াখানার অভ্যন্তরীণ দুটি পিকনিক স্পট ভাড়া দেয়া হবে না। বুধবার ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি জানান। গত রোববার ঢাকা চিড়িয়াখানায় ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. রইস উল আলম মন্ডলসহ শীষর্ কমর্কতার্রা এসময় উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমেই এমন সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্ত পাস হওয়ার পরে অথর্ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এসব প্রক্রিয়াসম্পন্ন হওয়ার পরে ২০১৯ সালের জুলাই মাসে দশর্নাথীের্দর ৩০ টাকার বদলে গুনতে হবে ৫০ টাকা। এ বিষয়ে কমিটির সদস্য ও ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, চিড়িয়াখানায় প্রবেশের মূল্য ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা নিধার্রণ করেছে উপদেষ্টা কমিটি। সব প্রক্রিয়া শেষে আশা করছি আগামী বছরের জুলাই থেকে এটা কাযর্কর হবে। অথর্মন্ত্রণালয়ের অনুমোদন শেষে এটা কাযর্কর করা হবে। সবশেষ চিড়িয়াখানার প্রবেশমূল্য ২০১৬ সালে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।